Khattaanga O Palaanna

খট্টাঙ্গ ও পলান্ন

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়


'Tenida Treasury' blog.



স্বীকার করেছিলেন ‘টেনিদা সমগ্রগ্রন্থের সম্পাদক স্বয়ং । 
টেনিদা-র গল্পের ক্ষেত্রে প্রথম কোনটি, তা চিহ্নিত করা প্রায় দুঃসাধ্য ।
প্রাপ্ত তথ্য অনুসারে এটি হল খট্টাঙ্গ ও পলান্ন

দশাসই জোয়ান । ছ’হাত লম্বা । খাড়া নাক । চওড়া চোয়াল । ষণ্ড-বিনিন্দিত কণ্ঠ ।
‘ভদ্রলোক’ বলে উল্লিখিত এই বদরাগী টেনিদা যে আদতে স্কুল ছাত্র, এমন কোন ইঙ্গিত গল্পে নেই । 

প্যালারাম কিন্তু তাঁর পদবি ও পিলে-সহ প্রথম থেকেই প্রতিষ্ঠিত


প্রথম প্রকাশ : 
মণিকাঞ্চন’ (বার্ষিকী), প্রথম খণ্ড, ১৯৪৬
সম্পাদক - অধ্যাপক সুধাংশুকুমার গুপ্ত 
প্রকাশক পাল প্রকাশনা নিকেতন 
বার্ষিকীতে প্রকাশ-সাল ছাপা নেই
বাংলা শিশুসাহিত্য : গ্রন্থপঞ্জী’ (সঙ্কলক বাণী বসু, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, ১৯৬৫) অনুসারে ১৯৪৬
অন্তর্জাল বলছে ১৯৪৭
সালের ব্যাপারে নিঃসংশয় করেছে, ‘মৌচাক’, কার্ত্তিক ১৩৫৩ সংখ্যায় ‘নতুন বই’ বিভাগের এই আলোচনা ।
'Tenida Treasury' blog.
‘নতুন বই’, ‘মৌচাক’, কার্ত্তিক ১৩৫৩ ।

 






অর্থাৎ ‘মণিকাঞ্চন’ বেরয় ১৩৫৩ (১৯৪৬) সনে ।


নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ‘সপ্তকাণ্ড, বৃন্দাবন ধর অ্যান্ড সন্স (প্রাঃ) লিমিটেড, ১৩৫৫
২) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  
৩) ‘পটলডাঙ্গার টেনিদা, বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ফাল্গুন ১৩৭৭,খট্টাঙ্গ পল্লান্ন’ নামে । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা । 

‘মণিকাঞ্চন (বার্ষিকী), প্রথম খণ্ড-র প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। অজ্ঞাত ।













প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

খট্টাঙ্গ ও পলান্ন’, ‘মণিকাঞ্চন’, প্রথম খণ্ড, ১৯৪৬ ।
শিল্পী ।। কমল চ্যাটার্জি ।













'Tenida Treasury' Blog.
খট্টাঙ্গ ও পলান্ন’, ‘মণিকাঞ্চন’, প্রথম খণ্ড, ১৯৪৬ ।
শিল্পী ।। কমল চ্যাটার্জি ।




















‘খট্টাঙ্গ ও পলান্ন’-র হেডপীসের নিচে মুদ্রিত লেখক-পরিচিতি :

'Tenida Treasury' Blog.
‘মণিকাঞ্চন’, প্রথম খণ্ড, ১৯৪৬ থেকে ।



___________________________________________________________________________________ 

= টেনিদা সমগ্র’ (১৯৯৬), সংকলন ও সম্পাদনা প্রণবকুমার মুখোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, পৃষ্ঠা ৪৯১ । 

= ‘খট্টাঙ্গ ও পলান্ন’-র বছরেই বেরয় ‘অথ নিমন্ত্রণ ভোজন’ । 
টেনিদা-হীন সেই গল্পে মেলে বাড়তি কিছু তথ্য । 
স্রষ্টার মত, প্যালা-ও প্রথমে থাকতেন দিনাজপুর-এ । 
পড়তেন জেলা ইস্কুলে । 
তাঁর মেজদা ন্যালা । ইনিই কি পরে ডাক্তার হন (‘একটি ফুটবল ম্যাচ’) ? 
ছোট বোনের নাম আনি তবে ‘চরণামৃত’-তে ঝন্টিচার মূর্তির অভিযান’-আধুলি  
শেষোক্ত উপন্যাসে অবশ্য জানা যায়, প্যালা-র দু’জন ছোট বোন । 
পিসতুতো ভাই ফুচুদা । (দ্রষ্টব্য : ‘ঢাউস’ – http://tenida-treasury.blogspot.in/2016/12/Dhaaush.html) 
প্যালা-র রাশভারী পিতৃদেব দর্শনশাস্ত্রের একনিষ্ঠ পাঠক । 
___________________________________________________________________________________ 

 

6 comments:

Arnab said...

Bah, ei anecdots gulo darun lage

rajatsarkar said...

ChomotKar ..

Unknown said...

অশেষ ধন্যবাদ রজত !
'টেনিদা ট্রেজারি' ব্লগে স্বাগত জানাই ।

Unknown said...

ধন্যবাদ অর্ণব ! :)

Unknown said...

এই প্রামাণ্য নথির জন‍্য অশেষ ধন‍্যবাদ ।

Unknown said...

সম্রাট বাবু, আপনাকেও জানাই অশেষ ধন্যবাদ ।
'টেনিদা ট্রেজারি'-র অন্যতম অনুপ্রেরণা, আপনার লেখা অসামান্য নিবন্ধ ‘পটলডাঙার টেনিদা : স্নিগ্ধ কৌতুক এবং ...' ।
ভাল থাকবেন ।