Bhajahari Film Corporation

ভজহরি ফিলম কর্পোরেশন

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' blog.



বিশ বছরে টেনিদা-র মোট ন’টি গল্প বেরয় ‘বার্ষিক শিশুসাথী’-তে
ভজহরি ফিলম কর্পোরেশন’ (১৩৫৫) দিয়ে সূচনা  


প্যালা এবং টেনিদা-র কাহিনি
তা সত্ত্বেও ক্যাবলা-হাবুল কেন অনুপস্থিত
, তার কৈফিয়ত দেওয়া হয়েছে
অর্থাৎ চারজনেই ততদিনে একটি টিম হিসাবে প্রতিষ্ঠিত ।
 


লিডার-এর ভাল নাম প্রথম এই গল্পে প্রকাশিত হলেও, প্যালা কিন্তু কমলেশ ব্যানার্জি নন
প্যালারাম বন্দ্যোপাধ্যায়


এতদিন ভজহরি মুখোপাধ্যায়-কে মনে হত পূর্ণবয়স্ক ভদ্রলোক ।
এখানে জানা গেল, তাঁর ম্যাট্রিক আসন্ন ।
নামের পাশাপাশি ফাঁস হল তাঁর ঠিকানাও । ১৮ নং পটলডাঙা স্ট্রিট
পাঠক সে-বাড়ির তে-তলার ঘরে প্রবেশ করেন ।
আলাপ সেরে ফেলেন চট্টগ্রাম-নিবাসী পরিচারক বিষ্টু-র সঙ্গে ।
টেনিদা তাঁর ‘ছুটোবাবু’ ।
 


প্যালা-র ছোট মামা এবং টেনি-র বড়দা-র প্রসঙ্গ সম্ভবত এই গল্পেই প্রথম আসে ।

তাঁর কিশোর-কাহিনিতে, গড়পড়তা বাংলা ছায়াছবি নিয়ে বারবার ঠাট্টা করতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়
এখানে নায়কের মুখে রয়েছে তার সংজ্ঞা
:
তিনটে মারামারি, আটটা গান আর গোটা কতক ঘর বাড়ি দেখালেই ফিলিম হয়ে যায় ।”
 

ভজহরি ফিলম কর্পোরেশন চিত্রিত করেন শিল্পী পূর্ণচন্দ্র চক্রবর্তী
ইতিহাস বা পুরাণ নির্ভর ছবিতে যিনি ছিলেন অদ্বিতীয় ।
 


প্রথম প্রকাশ : 
বার্ষিক শিশুসাথী, ১৩৫৫ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) ছুটির আকাশ, ইষ্টলাইট বুক হাউস, ১০ ই আশ্বিন ১৩৬৩ 
২) টেনিদার গল্প’, অভ্যুদয় প্রকাশ-মন্দির, জ্যৈষ্ঠ ১৩৭৫  
৩) সবার প্রিয় টেনিদা’, শিব্রাম চকরবর্তীর বইয়ের দোকান, সেপ্টেম্বর ১৯৭১  
৪) সবার প্রিয় টেনিদা’, শৈব্যা প্রকাশন বিভাগ, ১৯৮৬  
৫) টেনিদার কাণ্ডকারখানা, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা 

প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :
'Tenida Treasury' Blog.

ভজহরি ফিলম কর্পোরেশন’,
বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫
শিল্পী ।। পূর্ণচন্দ্র চক্রবর্তী

'Tenida Treasury' Blog.

ভজহরি ফিলম কর্পোরেশন’,
বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫
শিল্পী ।। পূর্ণচন্দ্র চক্রবর্তী

'Tenida Treasury' Blog.
ভজহরি ফিলম কর্পোরেশন’,
বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫
শিল্পী ।। পূর্ণচন্দ্র চক্রবর্তী

'Tenida Treasury' Blog.
ভজহরি ফিলম কর্পোরেশন’,
বার্ষিক শিশুসাথী’, ১৩৫৫
শিল্পী ।। পূর্ণচন্দ্র চক্রবর্তী

___________________________________________________________________________________ 

= চার মূর্তির অভিযান’ উপন্যাসে প্রথম জানা যায় প্যালা সহ বাকি তিন মূর্তির ভাল নাম । 

= দ্রষ্টব্য : ন্যাংচাদার ‘হাহাকার’’ - 
https://tenida-treasury.blogspot.in/2016/12/Nyangchadar-Haahakar.html

___________________________________________________________________________________

2 comments:

Arnab said...

Prathom chobita khub sundor

Unknown said...

পূর্ণচন্দ্র চক্রবর্তী সম্ভবত এই একবারই টেনি-কাহিনি অলংকৃত করার সুযোগ পেয়েছিলেন । :)