Gajakeshto Babur Haashi

গজকেষ্ট বাবুর হাসি

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



আপাত-নিরীহ অভ্যাস, বদলে যায় বিশ্রী বাতিকে ।
আশেপাশের মানুষের তখন বিরক্তির একশেষ । 

কুট্টিমামা দোকানের ধার শোধ করেন না
রাস্তার আবর্জনা জমান ঘোড়ামামা
‘পরের পয়সায়’ খেয়ে বেড়ান পুণ্ডরীক ভটচাজ 
ভজগৌরাঙ্গ সমাদ্দার , ভুলোদা , একাদশী পিসে হাড় কিপটে । 
পোকন , হারাধন হাওলাদার , ফুচুদা , ন্যাংচাদা অতি-ভাবপ্রবণ । 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর সৃষ্টিকর্মে মিলবে এমন ভুরিভুরি নিদর্শন ।
তাঁর বাতিকগ্রস্ত, নাক-উঁচু বা চালবাজ চরিত্রের গ্যালারি, মনে পড়ায় সুকুমার রায়-এর কথা ।

সাহিত্য-গগনে একমাত্র নক্ষত্র হতে চান ভজরাম বসু ১০ 
মকরন্দ বাবু গায়ে পড়ে উপদেশ বিতরণ করেন ১১
প্রবাদ পরখ করবার নেশা নরসিংহ-র ১২
কাউকে উৎসাহ দেওয়ার অছিলায়, সুযোগ গ্রহণ করেন বলটুদা ১৩
স্বয়ং টেনিদা-ও পরের অযাচিত উপকার করতে গিয়ে নাকাল ১৪
মোক্ষম ‘দাওয়াই’ এঁদের অনেকের বদভ্যাস ছাড়িয়ে দেয় ।
ছিদ্রান্বেষী কেষ্টগোপাল-এর মত ১৫

নিরীহতম বাতিক ছিল গজকেষ্ট বাবু-র ।
তিনি হাসতেন  ।

গজকেষ্ট বাবুর হাসি’ ভারি বিচিত্র কাহিনি ।
এতে নারায়ণ-সৃষ্ট একরাশ মার্কামারা চরিত্রের মেলা । 
প্যালা, ক্যাবলা, হাবুল, ফুচুদা, বলটুদা ...
সকলেই যেন অতিথি শিল্পী ।
তবে সংক্ষিপ্ততম উপস্থিতি যাঁর, তাঁর বরাতে একটি সংলাপও জোটেনি ।
স্বয়ং টেনিদা 

টিকটিকি বাবুর গল্প’-তেও টেনি-র গেস্ট অ্যাপিয়ারেন্স ।
হয়ত সঙ্গত কারণেই, ‘টেনিদা সমগ্র’-তে স্থান পায়নি এই গল্পদুটি ১৬  


চার মূর্তির অভিযান’ দিয়েছিল হাবুল-দের মোটর গাড়ির খবর । 
সেন মহাশয় যে সেটি চালাতেও সক্ষম, তার প্রমাণ আছে ‘গজকেষ্ট বাবুর হাসি’-তে । 


প্রথম প্রকাশ : 
বার্ষিক শিশুসাথী, ১৩৬ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প’, এ. কে. সরকার অ্যান্ড কোং, ১৯৬১ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল সকলেরই উপস্থিতি সংক্ষিপ্ত ।


বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭-র প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। দেবশর্মা ।




 








প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

গজকেষ্ট বাবুর হাসি’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭
শিল্পী ।। বীতপাল (অতনু বসু)















'Tenida Treasury' Blog.

গজকেষ্ট বাবুর হাসি’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭
শিল্পী ।। বীতপাল (অতনু বসু)






















'Tenida Treasury' Blog.

গজকেষ্ট বাবুর হাসি’, বার্ষিক শিশুসাথী’, ১৩৬৭
শিল্পী ।। বীতপাল (অতনু বসু)













___________________________________________________________________________________ 

= হালখাতার খাওয়া-দাওয়া 

= মাল্টিপারপাস, ‘ঘোড়ামামার অবদান’, ‘ঘোড়ামামার কাটলেট 

= ভজগৌরাঙ্গ কথা 

= বেয়ারিং ছাঁট  

= একাদশীর রাঁচি যাত্রা  

= ‘কবিতার জন্ম 

= ‘দুরন্ত নৌকা ভ্রমণ 

= ‘ঢাউস’, ‘কবিতার জন্ম’ ইত্যাদি গল্পে উল্লিখিত । 

= ‘ন্যাংচাদার ‘হাহাকার’ 

১০ = ‘ভজরামের প্রতিশোধ 

১১ = ‘হাতে-হাতেই 

১২ = ‘পিসেমশায়ের মামার গল্প 

১৩ = ‘বল্টুদার উৎসাহলাভ 

১৪ = ‘পরের উপকার করিও না 

১৫ = ‘দাওয়াই 

১৬ = ‘প্যালারামচরিত’ (আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ২০১২) সংকলনেও নয় । 
___________________________________________________________________________________
 

No comments: