Nyangchadar 'Haahakar'

ন্যাংচাদার ‘হাহাকার’

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়  



'Tenida Treasury' Blog.



অতিরিক্ত ভাবপ্রবণতা এবং গড়পড়তা বাংলা ছায়াছবি
ছোটদের গল্পে বারবার এই দুইয়ের প্রতি প্রসন্ন কটাক্ষ হেনেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়
অন্যতম উদাহরণ ‘ন্যাংচাদার ‘হাহাকার’’ । 
বিষ্ণুচরণ ওরফে ন্যাংচা, টেনিদা-র বাগবাজারের মাসতুতো ভাই ।

তাঁর কণ্ঠের ‘ভুবন নামেতে ব্যাদড়া বালক’ গানটি পরে প্রতিধ্বনিত হয় প্যালা-র গলায়

‘কুরুবক’ এক ধরনের বিচ্ছিরি বক ।
টেনিদা-র অভিধানেই মিলবে এমন অভিনব অর্থ ।
বহুব্যবহৃত শব্দটি প্রথম পাওয়া গেল সম্ভবত এই গল্পেই ।

দাঁত দাঁতনে । চাঁদি চাঁদিপুরে ।
চার মূর্তি-প্রধানের শাসানি লিস্টে নতুন সংযোজন ।
পাদপূরণে শ্রীমান প্যালারাম 

দেব সাহিত্য কুটীর পূজাবার্ষিকীতে সর্বাধিক টেনি-কাহিনি বিচিত্রিত করেন শিল্পী বলাইবন্ধু রায়
ন্যাংচাদার ‘হাহাকার’’-ই পঞ্চম তথা শেষ । 

ধারাবাহিক ‘চার মূর্তির অভিযান’ চলাকালীন রচিত হয় এই একটিমাত্র গল্প । 


প্রথম প্রকাশ : 
দেব দেউল, দেব সাহিত্য কুটীর, মহালয়া ১৩৬৬ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাসির গল্প’, এ. কে. সরকার অ্যান্ড কোং, ১৯৬১ । 
২)ছোটদের ভালো ভালো গল্প’, শ্রী প্রকাশ ভবন, জ্যৈষ্ঠ ১৩৭১ । 
৩) টেনিদার কাণ্ডকারখানা’, কামিনী প্রকাশালয়, নববর্ষ ১৩৯৭ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল । 

দেব দেউল’ (দেব সাহিত্য কুটীর বার্ষিকী)-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়













প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

ন্যাংচাদার ‘হাহাকার’, দেব দেউল’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৬
শিল্পী ।। বলাইবন্ধু রায়



















'Tenida Treasury' Blog.

ন্যাংচাদার ‘হাহাকার’, দেব দেউল’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৬
শিল্পী ।। বলাইবন্ধু রায়


















'Tenida Treasury' Blog.
ন্যাংচাদার ‘হাহাকার’, দেব দেউল’, দেব সাহিত্য কুটীর, ১৩৬৬
শিল্পী ।। বলাইবন্ধু রায়












___________________________________________________________________________________ 

= ‘দুরন্ত নৌকা ভ্রমণ’ (১৩৫৮), কবিতার জন্ম’ (১৩৭২), ‘দশানন-চরিত’ (১৩৭৪) ইত্যাদি কাহিনিতে ভাবুক তথা কবিদের নিয়ে হালকা ঠাট্টা রয়েছে । 

= ‘ভজহরি ফিলম কর্পোরেশন’, টেনিদা আর সিন্ধুঘোটক’ স্মরণীয় নজির ।
সুনন্দর জার্নাল’ সিরিজের ‘চলচ্চিত্র-চিন্তা’-তেও আছে বাংলা / হিন্দি ছায়াছবি সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর মতামত ।
(‘দেশ’, ২৬ শে ডিসেম্বর, ১৯৬৪ ।) 

= বড়গল্প ‘টেনিদা আর সিন্ধুঘোটক’-এ । 
___________________________________________________________________________________

No comments: