Ghnutepaarar Shei Match

ঘুঁটেপাড়ার সেই ম্যাচ

 

== এই ব্লগে প্রদর্শিত অপরের রচনাংশ, স্থিরচিত্র বা অলংকরণের কপিরাইট আমাদের নয় == 

পোস্টের বক্তব্য স্পষ্টতর করতে এগুলি সাজানো হচ্ছে কোনও ব্যবসায়িক স্বার্থে নয়


'Tenida Treasury' Blog.



ক্রীড়া-বিষয়ক টেনি-কাহিনি #

শারদীয়া কিশোর ভারতী’-র আবির্ভাব ১৩৭৫ সনে ।
তৃতীয় বর্ষে, ঘনাদা এবং হর্ষবর্ধন –এর পাশে পাওয়া গেল টেনিদা-কেও ।


আলোচ্য গল্পে জোড়া  ফুটবল ম্যাচ ।

প্রথমটি পটলডাঙা থাণ্ডার ক্লাব বনাম চোরবাগান টাইগার ক্লাব
রয়েছেন এক ঝাঁক চেনা মুখ । 
চার মূর্তি ছাড়াও বলটুদা , গোলকীপার পাঁচুগোপাল , কম্বল , এমনকি বিপক্ষ দলের ন্যাড়া মিত্তির

অপর খেলা : ঘুঁটেপাড়া ভার্সাস বিচালিগ্রাম
এটি টেনি-কথিত কিসসা ।
এই ম্যাচেই রেকর্ড সৃষ্টি করেন তিনি । একাই বত্রিশটি গোল দিয়ে ! 

ভজহরি মুখোপাধ্যায়-এর মোক্ষদা মাসি-র সংখ্যা বোধহয় দুই ।
একজন থাকেন তেলিনীপাড়া-য় ১০ । অপর মাসি ঘুঁটেপাড়া-য় ।


ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’-এ রয়েছে বিবিধ পরিচিত প্রসঙ্গ ।
‘কুরুবক’ ১১ , পুঁদিচ্চেরি’ ১২ , নাক নাগপুরে, ক্যাবলা-র চুয়িং গাম ১৩ , নেংটীশ্বরী ১৪ , অবকাশরঞ্জিনী ১৪ ইত্যাদি । 
ঘনাদা ১৫ –র মত এখানে কিশোর সাহিত্যের জয়ন্ত ১৬ এবং হর্ষবর্ধন ১৬ –কেও প্রণাম জানান টেনিদা 


নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ‘ভাদ্র মাসের গল্প’ ।
ভুরু কুঁচকে গেল তো ? 
বলটুদা-র এই ক্ষুদ্র অগ্রন্থিত কাহিনি হয়ত অনেকেরই না-পড়া ১৭
সেখানে কই মাছ উঠে আসে ডাঙায় ।
ভাদ্রের তাল কুড়নো মাথায় ওঠে ।
শ্রাবণ মাসের গল্প ‘ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’-এ মাছ এবং তাল – দুটোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ।


টিকটিকির ল্যাজ’-এর পরে নারায়ণ বাবু রচিত টেনি-কাহিনির অলংকরণে ফিরলেন শিল্পী সূর্য রায় । শেষ বারের মত ।
কারণ ঘুঁটেপাড়ার সেই ম্যাচটেনিদা-র অন্তিম গল্প-ত্রয়ীর একটি ১৮


প্রথম প্রকাশ : 
শারদীয়া কিশোর ভারতী , ১৩৭৭ 

নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর যে-সব ছোটদের গ্রন্থে সংকলিত হয়েছে (নির্বাচিত তালিকা) : 
১) টেনিদা দি গ্রেট’, গ্রন্থপ্রকাশ, ৯ ই শ্রাবণ ১৩৭৮ । 

চার মূর্তি-র কোন্ কোন্ চরিত্র গল্পে উপস্থিত : 
টেনিদা, প্যালা, ক্যাবলা, হাবুল 


শারদীয়া কিশোর ভারতী, ১৩৭৭-এর প্রচ্ছদ :

'Tenida Treasury' Blog.
শিল্পী ।। সূর্য রায়







 






প্রথম প্রকাশিত হেডপীস ও অলংকরণ :

'Tenida Treasury' Blog.

ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭
শিল্পী ।। সূর্য রায়

















'Tenida Treasury' Blog.
ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭
শিল্পী ।। সূর্য রায়






















'Tenida Treasury' Blog.
ঘুঁটেপাড়ার সেই ম্যাচ’, শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৭
শিল্পী ।। সূর্য রায়

















___________________________________________________________________________________ 

= প্রথম তিনটি :একটি ফুটবল ম্যাচ, ক্রিকেট মানে ঝিঁঝিঁ’, ‘টিকটিকির ল্যাজ 

= প্রেমেন্দ্র মিত্র-র মুলো 
দ্রষ্টব্য : ঘনাদা গ্যালারিওয়েবসাইট

= শিবরাম চক্রবর্তী রচিত হর্ষবর্ধনের দিব্যদর্শন 

= ক্রিকেট মানে ঝিঁঝিঁ’-তেও ছিল এই দুই দলের খেলা । 

= দ্রষ্টব্য : দি গ্রেট্ ছাঁটাই’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/The-Great-Chhnaatai.html 

= দ্রষ্টব্য : প্রভাত সঙ্গীত- http://tenida-treasury.blogspot.in/2016/12/Prabhaat-Sangeet.html 

= ‘কম্বল নিরুদ্দেশ’ [উপন্যাস]-এর কেন্দ্রীয় চরিত্র । 

= ইতিপূর্বে ইনি ছিলেন দমদম ভ্যাগাবণ্ড ক্লাব-এ (‘একটি ফুটবল ম্যাচ’)  

= ‘দশানন-চরিত’ গল্পেও ছিল ঘুঁটেপাড়া-র কথা । 

১০ = ‘কাক-কাহিনী’ । 

১১ = শব্দটির অভিনব অর্থ প্রথম পাওয়া যায় সম্ভবত ন্যাংচাদার হাহাকার’’-এ । 

১২ = ‘ঝাউ-বাংলোর রহস্য’ [উপন্যাস]-এ পয়লা ব্যবহার । 

১৩ = ‘ঢাউস’-এ ছিল ক্যাবলা-র চুয়িং গাম-প্রীতির প্রথম উল্লেখ । 

১৪ = যথাক্রমে ‘কম্বল নিরুদ্দেশ’-এর মূষিক-দেবী ও বাদুড় । 

১৫ = দ্রষ্টব্য : টেনিদা আর ইয়েতি’ - http://tenida-treasury.blogspot.in/2016/12/Tenida-Aar-Yeti.html 

১৬ = যথাক্রমে হেমেন্দ্র কুমার রায়শিবরাম চক্রবর্তী-র সৃষ্ট চরিত্র । 

১৭ = প্রথম প্রকাশ : ‘রবিবার’, বার্ষিক সংখ্যা, ১৩৬৪, সম্পাদনা - শৈলেন ঘোষ, দিলীপ দে চৌধুরী । 

১৮ = লেখকের মৃত্যুর পরের বছর, তাঁর পত্নী আশা দেবী লেখেন ‘ওস্তাদের মার শেষ রাত্রে’ । 
সেখানেও অবশ্য টেনিদা-কে এঁকেছিলেন সূর্য রায়

'Tenida Treasury' Blog.

দারোগা-র ছদ্মবেশে টেনিদা
ওস্তাদের মার শেষ রাত্রে’, আশা দেবী, ‘শারদীয়া কিশোর ভারতী’, ১৩৭৮ । 
শিল্পী ।। সূর্য রায়









___________________________________________________________________________________

No comments: